দিল্লি, ২১ জুন: NEET UG প্রশ্ন ফাঁস ইস্যুতে এবার নরেন্দ্র মোদী সরকারকে (Narendra Modi Govt) তীব্র আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। প্রিয়াঙ্কার কটাক্ষ, দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। দেশের যুব সমাজের ভবিষ্যত নরেন্দ্র মোদী সরকার শেষ করে দিচ্ছে বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তোপ দাগেন। তিনি দাবি করেন, গত ৫ বছরে দেশে ৪৩টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড দেশের অন্যতম বড় সমস্যা হয়ে উঠেছে বলেও আক্রমণ করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি তিনি আরও বলেন, বিজেপির শাসন দেশের যুব সমাজের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে।
প্রিয়াঙ্কার কথায়, ভারতের জনসংখ্যার একটি বড় অংশ যুব সম্প্রদায়। সেই যুব সম্প্রদায়কে দক্ষ এবং সক্ষম তৈরি না করে, তাঁদের ভবিষ্যত নষ্ট করা হচ্ছে। দেশের যুব সম্প্রদায়কে দুর্বল করে দিচ্ছে বিজেপি সরকার। এমন অভিযোগও করেন প্রিয়াঙ্কা গান্ধী। দিন, রাত পরিশ্রম করে যাঁরা সফলতা অর্জনের চেষ্টা করছেন, যাঁদের ভবিষ্য়ত তৈরি করতে গিয়ে বাবা, মারা দিনরাত পরিশ্রম করছেন, তাঁদের ভবিষ্য়ত নষ্ট করা হচ্ছে বলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী।