সোনু সুদ, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১১ মে: কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে অব্যাহত সোনু সুদের লড়াই। করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে এবার ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট দেশে আনছেন সোনু। বিপুল খরচ করে দেশের জন্য ৪টি অক্সিজেন প্ল্যান্ট যাতে ফ্রান্স থেকে নিয়ে আসা যায়, সেই চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে টিম সোন সুদের (Sonu Sood) তরফে। দিল্লি এবং মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ওই অক্সিজেন (Oxygen) প্ল্যান্ট সোনু বসাতে চাইছেন বলে খবর।

সোনু সুদ বলেন, অক্সিজেনের অভাবে অনেক মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। তিনি যে অক্সিজেন প্ল্যান্টগুলি আনছেন, তার মাধ্যমে যাতে মানুষের জীবন বাঁচানো যায়, সেই চেষ্টা করা হবে বলে জানান সোনু। এই অক্সিজেন প্ল্যান্টগুলির মাধ্যমে বিভিন্ন হাসপাতালে শ্বাসবায়ু সরবরাহ করা হবে। তবে যদি কেউ নিজেরা অক্সিজেন সিলিন্ডার ভর্তি করতে চান, সেক্ষেত্রেও সাহায্য করা হবে বলে জানান অভিনেতা (Actor)।

আরও পড়ুন:  Munmun Dutta: 'গ্রেফতার' করুন মুনমুন দত্তকে, বাঙালি অভিনেত্রীকে নিয়ে চরম ক্ষোভ অন্তর্জালে

আগামী ১০-১২ দিনের মধ্যে ফ্রান্স থেকে প্রথম অক্সিজেন প্ল্যান্টটি তিনি দেশে আনতে পারবেন বলেও জানান অভিনেতা।

বর্তমানে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে রেহাই পেতে সবাইকে একযোগে লড়াই করারও আবেদন জানান সোনু সুদ।