Sonia Gandhi: দিলীপ কুমারের মৃত্যুর পর সায়রার পাশে সোনিয়া, পাঠালেন চিঠি
ছবি ট্যুইটার

দিল্লি, ৮ জুলাই: দিলীপ কুমারের (Dilip Kumar) প্রয়াণে শোকাহত গোটা দেশ। বর্ষীয়ান অভিনোতার প্রয়াণে ভারতীয় সিনেমার স্বর্ণ যুগের সমাপ্তি। দিলীপ কুমারের মৃত্যুর পর শোক প্রকাশ করে সায়রা বানুকে চিঠি পাঠালেন সোনিয়া গান্ধী।

দিলীপ সাব যখন সায়রা বানুকে (Saira Banu) ছেড়ে চলে যান, একলা অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তাঁকে সাহস যোগান সোনিয়া। তিনি বলেন, দিলীপ কুমার একজন মহান অভিনেতা। ভারতীয় সিনেমায় ওঁর অবদান অনন্য। দিলীপ সাবের মৃত্যুতে দেশ জুড়ে তাঁর অসংখ্য গুনমুগ্ধের মন ভেঙে গিয়েছে। দিলীপ কুমারের মৃত্যুতে ভারতীয় সিনেমা জগতে কার্যত স্বর্ণ যুগের অবসান বলেও মন্তব্য করেন সোনিয়া (Sonia Gandhi)।

আরও পড়ুন: Dilip Kumar: 'দিলীপ সাবের চোখের পাতা নড়ছে' সায়রার কথা শুনে চমকে ওঠেন ধর্মেন্দ্র

পাশাপাশি দাগ, মুঘলে আজম, দিদার, গঙ্গা যমুনা, নয়া দৌড়, দেবদাস, রাম অউর শ্যাম সহ একাধিক ছবিতে অনবদ্য অভিনয় করেন দিলীপ কুমার। নিজের অভিনয় শৈলী দিয়ে সব সময় দর্শকদের মোহিত করে রাখতেন এই অভিনেতা। দিলীপ কুমারের মৃত্যুতে ভারতীয় সিনেমা তাঁর উজ্জ্বল নক্ষত্রকে হারাল বলেও মন্তব্য করতে শোনা যায় সোনিয়া গান্ধীকে। তবে অভিনয়ের মাধ্যমে দিলীপ কুমার তাঁর অনুরাগীদের মনে সব সময় জীবিত থাকবেন বলেও আশা প্রকাশ করেন সোনিয়া গান্ধী।

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ হতে শুরু করেন দিলীপ কুমার। কখনও নিউমোনিয়া, কখনও ফুসফুসে সংক্রমণ সহ একাধিক সমস্যায় ভুগতে শুরু করেন। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ায় ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হল না। ৭ জুলাই ৯৮ বছর বয়সে মুম্বইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালে প্রয়াত হন দিলীপ কুমার।