পেটের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। গত রবিবার অসুস্থ হওয়ার জেরে তাঁকে তড়িঘড়ি দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। চলতি বছরে এই নিয়ে ৩ থেকে ৪ বার হাসপাতালে পেটের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন তিনি। যার মধ্যে চলতি মাসেই তাঁকে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হল। তবে এবারে তাঁকে বেশ কয়েকদিনই হাসপাতালে থাকতে হয়েছে।
পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী
গত রবিবার সোনিয়া গান্ধীর পেটের ব্যাথা অনেকটাই বাড়ে। সেই কারণে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর জন্য মেডিকেল বোর্ডও গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। শ্রী গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডাঃ অজয় স্বরূপ এদিন জানান, সোনিয়া গান্ধী এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাই তাঁকে ছাড়া হচ্ছে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পেটের সমস্যা নিয়ে আগেও হাসপাতালে ভর্তি হন সোনিয়া গান্ধী
প্রসঙ্গত, চলতি মাসের ৭ জুন হিমাচল প্রদেশে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে দিল্লিতে এনে হাসপাতালে ভর্তি করা হলেও রুটিন চেক-আপের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এমনকী চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও একই সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। পরেরদিনই অবশ্য ছাড়া পেয়ে যান তিনি।