Sonia Gandhi (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। ভর্তি দিল্লির (Delhi)রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে(Hospital)। তবে হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। সব ঠিক থাকলে শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে। জানা গিয়েছে, সম্ভবত বৃহস্পতিবার সকালে পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সোনিয়া। বৃহস্পতিবার দিনভর তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাঃ সমীরণ নন্দীর তত্ত্বাবধানে রয়েছেন রাজ্যসভার সাংসদ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, "পেটের সমস্যার কারণে তাঁকে এখানে ভর্তি করা হয়।" অন্যদিকে স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডঃ অজয় স্বরূপ জানিয়েছেন, "কোনও উদ্বেগের কারণ নেই এবং সম্ভবত আগামীকাল সকালের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।"

ফের হাসপাতালে সোনিয়া গান্ধী

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে ৭৮-এ পা দেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। ওই সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে তাই যোগও দিতে পারেননি। আসলে বিগত দু'বছর ধরেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন সোনিয়া। দু'বার আক্রান্ত হয়েছে কোভিডে। এরপর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা বেড়েছে তাঁর।

 ফের অসুস্থ সোনিয়ে গান্ধী, ভর্তি হাসপাতালে