Raja Raghuwanshi , Sonam Raghuwanshi (Photo Credit: X/Screengrab)

ইন্দোর, ৯ জুন: স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সোনম রঘুবংশীকে (Sonam Raghuwanshi)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজ়িপুর থেকে গ্রেফতার করা হয় সোনম রঘুবংশীকে। মেঘালয় পুলিশের তরফে সোনম রঘুবংশীকে গ্রেফতার  (Sonam Raghuwanshi Hired Hitman) করা হয়। স্বামী রাজা রঘুবংশীকে কেনম খুন করল সোনম, তার খোঁজ শুরু করেছে পুলিশ। তবে রাজা রঘুবংশীকে খুনের জন্য 'হিটম্যান' ভাড়া করে নিয়ে আসে সোনম। ভাড়া করা ওই হিটম্যানরাই শেষে রাজা রঘুবংশীকে খুন করে বলে জানা যায়। সোনম কেন রাজাকে (Raja Raghuwanshi) নৃশংসভাবে খুন করায়, তার সূত্র পুলিশ খুঁজছে।

মেঘালয়ের (Meghalaya) ডিজিপি জানান, রাজা রঘুবংশীকে খুনের পর ৪ জনকে পাকড়াও করা হয়েছে। ধৃত ৪ জনকে পুলিশ জেরা শুরু করেছে। জানা যায়, রাজা রঘুবংশীকে গ্রেফতারের ঘটনায় পুলিশ উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করে। বাকি ২ জন ইন্দোরে লুকিয়ে ছিল বলে পুলিশ জানতে পারে। সেই ২ জনকে উত্তরপ্রদেশ থেকে পুলিশের তরফে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Indore Couple Missing: হানিমুনে গিয়ে স্বামীকে খুন করে পালিয়ে যায় সোনম, রক্তমাখা রেইনকোট উদ্ধারের পর ইন্দোরের তরুণীকে পাকড়াও করল পুলিশ, ভয়াবহ তথ্য প্রকাশ্যে

তবে খোঁজ খবর এখনও বন্ধ হয়নি। রাজা রঘুবংশীকে খুনের তদন্তে আরও বেশ কয়েকজনের খোঁজ পুলিশ শুরু করেছে বলে জানা যায়।

এদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড শর্মা পুলিশের প্রশংসা করেন। মেঘালয় পুলিশ যেভাবে রাজা রঘুবংশীর খুনিদের পাকড়াও করে, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন কনরাড শর্মা।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে কনরাড শর্মা জানান, পুলিশ ৩ জনের মধ্যে ব্রেকথ্রু খুঁজে পেয়েছে। সেই সঙ্গে যেমন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তেমনি সোনম রঘুবংশীকেও বাধ্য করা হয়েছে আত্মসমর্পণে। ফলে মেঘালয় পুলিশ অত্যন্ত ভাল কাজ করেছে বল মন্তব্য করেন কনরাড শর্মা।