গত বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) কষিয়ে চড় মেরেছিলেন সিআইএসএফের মহিলা জওয়ান। এই ঘটনা নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। কেউ ওই জওয়ানের কীর্তি নিয়ে নিন্দা করেন, কেউ আবার ঘটনার সমর্থনও করছেন। এবার এই নিয়ে মুখ খুললেন শিবসেনা (উদ্ধব)-র নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি আবার গোটা ঘটনা নিয়ে যেমন নিন্দাও করেছেন তেমন আবার কটাক্ষ করতেও ছাড়েননি।
শুক্রবার সঞ্জয় বলেন, কেউ দেয় ভোট, আবার কেউ দেয় চড়। ঘটনার সম্পর্কে সেভাবে কিছুই জানি না। তবে যেটা হয়েছে সেটা একেবারেই কাম্য নয়। কিন্তু কেউ যদি কারোর মাকে নিয়ে আক্রমন করে তাহলে রাগ তো হবে। আর শুনেছি ওই কনস্টেবলের মা কৃষক আন্দোলন করেছিল। আর তাঁকে নিয়ে যেহেতু মন্তব্য করেছে তাই রেগে গিয়ে ওই মহিলাও আক্রমণ করেছেন। যদিও এই হামলাকে আমরা সমর্থন করি না। আইন নিজের হাতে নিতে নেই বলে আমরা মনে করি। তবে কঙ্গনা এরকমই উত্তেজনামূলক মন্তব্য করেন। এর আগে মহারাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের তুলনা করেছিলেন, তথনও মানুষ ক্ষুব্ধ হয়েছিল।
#WATCH | Mumbai: On Kangana Ranaut slapped by CISF woman constable, Shiv Sena (UBT) leader Sanjay Raut says, " Some people give votes and some give slaps. I don't know what has happened actually... If the constable has said that her mother was also sitting, then it is true. If… pic.twitter.com/CdrBypPxyc
— ANI (@ANI) June 7, 2024
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে চেক ইন করার সময় মহিলা জওয়ানের সঙ্গে ফোন রাখা নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, তাঁকে নিরাপত্তার জন্য ট্রে-তে ফোন রাখতে বলা হয়েছিল। কিন্তু কঙ্গনা সাফ মানা করেন। তখন থেকেই শুরু হয় বাকবিতণ্ডা। জওয়ানের অভিযোগ, কঙ্গনা তাঁর মাকে নিয়ে মন্তব্য করেছিলেন আর তাতেই রেগে গিয়ে চড় কষিয়ে দেন তিনি। পরে জানা যায় ওই মহিলা জওয়ানের মা কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।