নয়াদিল্লিঃ যোগীরাজ্যে চোর সন্দেহে সেনাকর্মীকে গণপিটুনি। গ্রামবাসীদের নির্মম অত্যাচারের শিকার সেনা জওয়ানের (Soldier) ভাইও। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু'জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Muzaffarnagar)জেলায়।জানা গিয়েছে আক্রান্ত সেনা জওয়ান কর্মসূত্রে মণিপুরে থাকেন। কয়েকদিনের ছুটিতে বাড়ি ফিরে খুড়তুতো ভাইকে নিয়ে সাহারানপুরে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন তিনি। ফেরার সময় মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় বিপদে পড়েন। রাস্তার পাশের একটি বাড়িতে সাহায্য চাইতে গেলে চোর সন্দেহে তাঁদের উপর চড়াও হয় গ্রামবাসীরা।
গ্রামবাসীদের গণপিটুনির শিকার সেনা জওয়ান ও তাঁর ভাই
আসলে ওই এলাকায় সক্রিয় অপরাধীদের গুজবের কারণে কয়েকদিন ধরেই আতঙ্কিত ছিলেন গ্রামবাসীরা। ফলে দুই অজ্ঞাতপরিচয় যুবককে দেখে সন্দেহ করে ফেলেন তাঁরা। দুই ভাইকে বেধড়ক মারধর করেন তাঁরা। লাঠি দিয়ে মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। অজ্ঞান পর্যন্ত হয়ে যান একজন। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই মুহূর্তের ভিডিয়ো। সেই ভিডিয়ো খতিয়ে দেখা কে বা কারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
যোগীরাজ্যে চাঞ্চল্য, চোর সন্দেহে সেনা জওয়ান এবং তাঁর ভাইকে গণপিটুনি
In #UttarPradesh's #Muzaffarnagar district, a mob brutally beat up Mohan, a soldier posted in #Manipur, suspecting him to be a thief. The soldier was going to his village with his cousin at night. On the way, the bike ran out of fuel. The soldier knocked on a door. 1/2 pic.twitter.com/uf2bqrbNqL
— Siraj Noorani (@sirajnoorani) August 2, 2025