প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ গ্রামীণ উন্নয়নের কাজে দুর্নীতির (Corruptions) প্রতিবাদে গত চার মাস ধরে অনশনে (Hunger Strike)  ছিলেন ৬৬ বছরের এক সমাজকর্মী (Social Worker)। আজ, বৃহস্পতিবার  মথুরা জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। মৃতের নাম দেবকি নন্দ শর্মা। মথুরায় শৌচাগার নির্মাণ এবং MGNREGA কাজে দুর্নীতির অভিযোগ এনে গ্রামীণ উন্নয়ন বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তাঁর অভিযোগে কোনও কাজ না হওয়ায় অনশন শুরু করেন। টানা চারমাস মুখে অন্ন তুলছিলেন না। ফলে ধীরে-ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এ কথা জেলা শাসকের কানে গেলে তিনি সোমবার দেবকি নন্দ শর্মার সঙ্গে কথা বলেন। তাঁকে এই অনশন তুলে নেওয়ার অনুরোধও জানান জেলা শাসক আদেশ কুমার। কিন্তু নিজের জায়গায় অবিচল ছিলেন সমাজকর্মী দেবকি নন্দ শর্মা। এই অবশেষে আজ, বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর জেলা শাসক আদেশ কুমার বলেন, "তিনি এই অভিযোগের বিরুদ্ধে বিচার চেয়েছিলেন। আমাকে এই সমস্যার সমাধানের লিখিত আশ্বাস দিতে বলেন। কিন্তু এটা আমার এখতিয়ারের মধ্যে নেই। তাই ওঁর কথা রাখতে পারিনি।"

এই খবরটিও পড়ুনঃ মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল শিশু, চিতাবাঘের থাবায় সব শেষ! দেখুন ভিডিয়ো