
দিল্লি, ১২ জুন: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের (Social Media Influencer) দেহ উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। পাঞ্জাব থেকে উদ্ধার হল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কউরের (Kamal Kaur) দেহ। পাঞ্জাবের (Punjab) সভাটিন্ডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার হয় 'কমল কউর ভাবি' নামে এক ইনফ্লুয়েন্সারের দেহ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাখা গাড়ির ভিতরে ছিল কমলের দেহ। সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কমল কউরের দেহ উদ্ধার করে।
জানা যায়, কমল কউর ভাবি নামে পরিচিত এই ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার বা অনুরাগীর সংখ্যা ৩.৩৮ লক্ষ। ১৩০০ এর উপরে পোস্ট রয়েছে কমল কউরের। ফলে নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় হিসেবেই পরিচিত এই কমল। হঠাৎ করে তাঁর মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে কমল কউরের মৃত্যু হল রহস্যজনকভাবে, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা যায়, গত ৯ জুন লুধিয়ানার বাড়ি থেকে বেরোন কমল কউর। একটি অনুষ্ঠানে যোগ দিতে লুধিয়ানা থেকে ভাটিন্ডার উদ্দেশে তিনি রওনা দেন। ৯ জুন বাড়ি থেকে বেরনোর পর থেকেই কমল কউররে সঙ্গে পরিবারের কেউ আর যোগাযোগ করতে পারেননি। এসবের মাঝে হঠাৎ করে ভাটিন্ডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাখা একটি গাড়ির ভিতর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কমল কউরের দেহ উদ্ধার করে। মৃতদেহে কোনও চোট বা আঘাতের চিহ্ন ছিল না। ফলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কউরের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ধ্বন্দে পুলিশ। জোর কদমে শুরু হয়েছে তদন্ত।