ভাইরাল ডিসপ্লে বোর্ড (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিমানবন্দরের (Airport) 'ডিসপ্লে বোর্ড' (Display B oard) থেকে আচমকা উধাও হিন্দি (Hindi)। শুধুমাত্র জায়গা পেল ইংরেজি এবং কন্নড়। ভাষা যুদ্ধের আবহে ফের বিতর্কে কর্ণাটক। সম্প্রতি বেঙ্গালুরু বিমানবন্দরের একটি ঘটনাকে ঘিরে শোরগোল। গত সপ্তাহে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ডিসপ্লে বোর্ডে ইংরেজি ও কন্নড় ভাষায় লেখা সমস্ত তথ্য। সাধারণত এই ধরনের তথ্য ইংরেজি,হিন্দি ও আঞ্চলিক ভাষাতেই লেখা থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম বেঙ্গালুরু বিমানবন্দর। ডিসপ্লে বোর্ড থেকে কেন মোছা হল হিন্দি? তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অনেকেই।

ফের বিতর্কে বেঙ্গালুরু, বিমানবন্দরের ডিসপ্লে বোর্ড থেকে উধাও হিন্দি

ভিডিয়োটি ঘিরে বিতর্কের সৃষ্টি হলে এই বিষয়ে মুখ খোলেন কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, যাত্রীদের সহায়তার জন্য আঞ্চলিক ভাষার ব্যবহার করা হয়েছে। এক বিআইএল কর্তা বলেন, "বিমানবন্দরের সর্বত্র ইংরেজি, কন্নড় এবং হিন্দিতেই সব তথ্য লেখা আছে। হিন্দি ভাষার ব্যবহার নেই এমনটা নয়।" প্রসঙ্গত, বেশকিছু দিন ধরেই দক্ষিণের রাজ্যগুলি দাবি করছে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের উপর হিন্দি ভাষা ব্যবহারে চাপ দিচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি অনুযায়ী, প্রথম ভাষা হিসাবে স্কুল পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক মাতৃভাষা। কিন্তু দ্বিতীয় ভাষা হিসেবে বেছে নিতে হবে হিন্দি বা ইংরেজিকে। এরপরই শুরু হয়েছে বিতর্ক।

 বিমানবন্দরের ডিসপ্লে বোর্ড থেকে উধাও হিন্দি, ভাষা যুদ্ধের আবহে ফের বিতর্কে কর্ণাটক

বিমানবন্দরের ডিসপ্লে বোর্ড থেকে উধাও হিন্দি