প্রতীকী ছবি

নয়াদিল্লিঃ গোটা পৃথিবী এখন মুঠো ফোনে (Phone) বন্দী। আর তার একটা বড় অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media)। যতদিন যাচ্ছে নেশায় পরিণত হচ্ছে এই সামাজিক মাধ্যমগুলি। আবার এই সব মাধ্যমকে কাজে লাগিয়ে মাস গেলে মোটা টাকা উপার্জনও করছেন অনেকে। তবে জানেন কি সোশ্যাল মিডিয়ার নেশায় স্বামী-সন্তান ছেড়েছেন এক গৃহবধূ? ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বারাখোলা গ্রামে। সোশ্যাল মিডিয়া ও রিলসের নেশায় আসক্ত হয়ে ঘর ছেড়েছেন পিঙ্কি দেবনাথ নামে এক গৃহবধূ। ৯ বছর আগে মানিক দাসের সঙ্গে সংসার পাতেন পিঙ্কি। মানিক একটি রাবার বাগানের মালিক। দুই কন্যাসন্তান রয়েছে তাঁদের। এক কথায় সুখী পরিবার। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠেন পিঙ্কি। সোশ্যাল মিডিয়ায় ১৪ হাজার ফলোয়ার তাঁর। সারাদিন রিলস (Reels) বানাতেন বলে জানিয়েছেন তাঁর স্বামী। সংসারে কোনও মন ছিল না তাঁর। সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়েই মেতে থাকতেন বলে অভিযোগ। পাড়া প্রতিবেশীরাও একই কথা জানিয়েছেন।

 

 

গত ১৮ ই মে থেকে নিখোঁজ পিঙ্কি। দুই মেয়েকে স্কুলে দিয়ে আর বাড়ি ফেরেননি। সোশ্যাল মিডিয়ার নেশাতেই ঘর ছেড়েছেন বলে অনুমান। এই ঘটনার পর সংবাদমাধ্যমকে তাঁর স্বামী মানিক বলেন, "কোনও অভাব রাখিনি। আমরা খুব সুখী ছিলাম। কিছুদিন ধরে সারাদিন ফোন নিয়েই থাকত। সন্তানদের খেয়াল পর্যন্ত রাখত না। এটা নিয়েই ঝামেলা হত। আমি কোনো পরকীয়ার অভিযোগ করছি না। আমি শুধু চাই ও সুস্থমতো ঘরে ফিরে আসুক।" এই ঘটনার পর যাত্রাপুর থানায় নিখোঁজ ডায়ারি করেন মানিক।