নয়াদিল্লিঃ একের পর এক রেল দুর্ঘটনা(Rail Accident)। এই পরিস্থিতিতে ট্রেন(Train) নিয়ে কার্যত আতঙ্ক সৃষ্টি হয়েছে যাত্রীদের(Passengers) মনে। কিন্তু শুধু দুর্ঘটনাই নয়, এ বার যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। কারণ এ বার চলন্ত ট্রেনে বাড়ছে সাপের উপদ্রব। সম্প্রতি ভোপাল(Bhopal)-জব্বলপুর (Jabalpur)জনশতাব্দী এক্সপ্রেসে (Janshatabdi Express)মিলেছে সাপের(Sanke) দেখা। এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। জানা গিয়েছেম, ভোপাল-জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেসের মালপত্র রাখার জায়গায় ঘোরাফেরা করছিল একটি বিষধর সাপ। বিষয়টি জানাজানি হতে যাত্রীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। পরে সাপটিকে উদ্ধার করা হয়। এই বিষয়ে ভারতীয় রেলের পশ্চিম-মধ্য জ রাখার জায়গায় ঘোরাফেরা করছিল বিষধর একটি সাপ। বিষয়টি জানার পর রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। ঘটনা প্রসঙ্গ পশ্চিম-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব বলেন, “বিষয়টির তদন্ত চলছে। কীভাবে সাপটি ট্রেনের ভিতরে এল তা খতিয়ে দেখা হচ্ছে। সাপটিকে উদ্ধার করে ইতিমধ্যেই ট্রেনটি স্যানিটাইজ করা হয়েছে।। কর্মীদেরও সতর্ক করা হয়েছে।” আরও জানা গিয়েছে, গোটা ঘটনাটির তদন্ত করছে রেলওয়ে সুরক্ষা বাহিনী। কেউ ইচ্ছে করে ট্রেনের ভিতর সাপটিকে ছেড়ে দিয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর। প্রসঙ্গত, বিগত তিনমাসে এই নিয়ে মোট ত্নটি এই ধরনের ঘটনা ঘটল। স্বাভাবিকভাবেই লাগাতার এই ঘটনা ভয় ধরাচ্ছে যাত্রীদের মনে।
জনশতাব্দী এক্সপ্রেসে বিষধর সাপ, আতঙ্কিত যাত্রীরা
भोपाल से जबलपुर आ रही जनशताब्दी एक्सप्रेस में एक बार फिर सांप निकलने की घटना सामने आई है. C-1 कोच में सीट के ऊपर लगेज रखने वाली जगह पर सांप देखा गया. जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है.
#JanShatabdi #Express #Bhopal #Jabalpur #snake #luggagecompartment #uttamhindutv pic.twitter.com/mpcpgRt3H1
— Uttam Hindu (@DailyUttamHindu) November 21, 2024