তামিলনাড়ু: সাপের কামড়ে মৃত্যু দেড় বছরের শিশুর। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় তামিলনাড়ুতে। দেড় বছরের শিশুর মৃত্যুর জন্য তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে বিজেপি। শুক্রবার সাপের কামড়ের পর ওই শিশুকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান তাঁর বাবা, মা। মাঝ পথে অযাম্বুলেন্স খারাপ হওয়ায় অসুস্থ শিশু এবং তার বাবা-মাকে নামিয়ে দেওয়া হয় সেখান থেকে। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। শুক্রবারের ওই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে।
অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়ার জেরে ওই শিশুকে নিয়ে তাঁর বাবা, মাকে যখন হাঁটতে হয়, তার জেরেই মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন : CBI Raids: তামিলনাড়ুর মন্ত্রী ঘনিষ্ঠ ঠিকাদারদের বাড়িতে চলেছে সিবিআই হানা, দেখুন ভিডিয়ো