নয়াদিল্লিঃ পুলিশ(Police) কড়া নাড়তেই বাড়িতে শুরু কাসর, ঘণ্টা নেড়ে পুজো। গোপন সূত্র মারফর খবর পেয়ে গৃহস্তের বাড়িতে যেতেই যা মিলল তা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের । ভগবানের (God) ছবির (Photos)পিছন থেকে উদ্ধার মাদক (Drugs)। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। শনিবার বার হায়দরাবাদের ধুলপেট এলাকার একটি বাড়িতে হানা দেয় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। ওই বাড়িতে হানা দিতেই ভক্তি ভরে পুজো শুরু করেন বাড়ির মালিক। কাসর ঘণ্টা নেড়ে শুরু হয় পুজো।
গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে হানা, উদ্ধার ১০ কেজি মাদক
এর মধ্যেই গোটা বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর ভগবানের ছবির কাছে যেতেই উদ্ধার হল আসল জিনিস। ভগবানের ছবির পিছন থেকে উদ্ধার হল ১০ কেজি গাঁজা। এরপরই ওই বাড়ির মালিক রোহন সিংকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওড়িশা থেকে সংগ্রহ করা হয় মাদকগুলি। এরপর হায়দরাবাদের বিভিন্ন জায়গায় পাচার করা হত ওই মাদকগুলি। একটি বড় পাচারচক্রের সঙ্গে যুক্ত সে এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
কাসর, ঘণ্টা নেড়ে ভক্তি ভরে চলছে পুজো, ভগবানের ছবি সরাতেই চক্ষু চড়কগাছ পুলিশের
Hyderabad Drug Smuggler Hides Ganja Behind Hindu Deity Photos, Performs Pooja to Evade Arrest; 10 Kg Cannabis Seized (Watch Video) #Hyderabad #Dhoolpet #Drugs @jsuryareddy
— LatestLY (@latestly) July 6, 2025
Read: https://t.co/HyC8klgyMA
— LatestLY (@latestly) July 6, 2025