স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে অভিযুক্ত তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নায়ডুকে চার সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন দিল অন্ধ্রপ্রদেশের আদালত। হাইকোর্টের অ্যাডভোকেট সুনকারা কৃষ্ণমূর্তি জানিয়েছেন, বেশ কিছু শর্তাধীনে টিডিপি টিডিপি প্রধানকে জামিন দেওয়া হয়েছে এবং ২৪ নভেম্বরে আত্মসমর্পন করতে বলা হয়েছে।
শারিরীক অসুস্থতার কারণে চন্দ্রবাবু নায়ডুকে জামিন দেওয়া হয়েছে। হাইকোর্টের তরফে মিডিয়া এবং কোন রাজনৈতিককার্যকলাপে যুক্ত হতে নিষেধ করা হয়েছে।
সেপ্টেমবরের ৯ তারিখ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিআইডি। যদিও নায়ড়ু শিবিবের দাবি মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে তাদের নেতাকে।স্কিল ডেভেলপমেন্ট মামলা ছাড়াও আরও দুটি মামলার সঙ্গে জড়িত রয়েছেন চন্দ্রবাবু নায়ডু। একটি হল ফাইবারনেট জালিয়াতি মামলা এবং অপরটি হল ইনার রিং রোড জালিয়াতি মামলা।
সোমবার অন্ধ্রপ্রদেশ সিআইডির তরফে পূর্বতন সরকারে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি নিয়ে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
Skill development case: TDP chief Chandrababu Naidu gets interim bail till November 24
Read @ANI Story | https://t.co/FvY1ds2ryB#ChandrababuNaidu #SkillDevelopmentCase #AndhraPradeshHC pic.twitter.com/0mWZymEXJo
— ANI Digital (@ani_digital) October 31, 2023