গুজরাটের (Gujarat) পাভাগড়ের শক্তিপীঠে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার বিকেলে পণ্যবাহী রোপওয়ের দড়ি ছিঁড়ে ঘটে দুর্ঘটনা। মৃত্যু হয় ৬ শ্রমিকের। আহত কমপক্ষে ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পঞ্চমহল থানার পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁদের চেষ্টাতেই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। হতাহতরা সকলেই শ্রমিক এবং রোপওয়ে রক্ষণাবেক্ষণ সংস্থার কর্মী ছিলেন।

নির্মাণ কাজে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা

জানা যাচ্ছে, পাভাগড় পাহাড়ের চুড়ায় কালী মন্দির রয়েছে। আর সেই মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ের ব্যবস্থা ছিল। বর্তমানে খারাপ আবহাওয়ার কারণে এই পরিষেবা পর্যটকদের জন্য বন্ধ ছিল। তবে এদিন নির্মাণ ও মেরামতির কাজের জন্য পণ্যবাহী রোপওয়ে চলাচল করছিল। দুপুরের দিকে দুই লিফট অপারেটর সহ ১০ জন নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল। সেই সময় দড়ি ছিঁড়ে ঘটে বিপত্তি।

বন্ধ রোপওয়ে পরিষেবা

এই দুর্ঘটনার পর আপাতত ভূপৃষ্ঠ থেকে ১৪৭১ ফুট উচ্চতায় অবস্থিত শক্তিপীঠ মন্দিরের যাওয়ার জন্য ব্যবহৃত রোপওয়ে পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কবে আবার পরিষেবা স্বাভাবিক হবে, তা নির্দিষ্টভাবে বলতে পারছে না কেউই।