নয়াদিল্লিঃ অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)ভয়াবহ দুর্ঘটনা(Accident)। পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু (Death) একই পরিবারের ছয়জন সদস্যের। ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় সব শেষ! বুধবার, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায়। পুলিশ সূত্রে খবর, এদিন চারচাকা গাড়িতে চেপে ঘুরতে বেরিয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। মাঝ পথে সঙ্গম এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় ওই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ছয় জন যাত্রীর। মৃতদের মধ্যে রয়েছে ১৫ বছরের এক নাবালিকা। এই ঘটনার পর থেকেই পলাতক ট্রাক চালক। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের, খানাখন্দে ভরা রাস্তায় মালা দিয়ে 'অভিনব' বিক্ষোভ স্থানীয়দের
নেল্লোরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৬
অন্যদিকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এছাড়া শোক প্রকাশ করেছেন ওয়াইএসআরসিপি দলের প্রধান ওয়াই এস জগমোহন রেড্ডি। সেই সঙ্গে এই ধরনের দুর্ঘটনা রুখতে কর্তৃপক্ষকে উপযুক্ত পদক্ষেপ করার আর্জিও জানান তিনি।ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধারের কাজ চলছে।
লং ড্রাইভে বেরিয়ে সব শেষ! পথ দুর্ঘটনায় মৃত্যু গোটা পরিবারের
#WATCH | Nellore, Andhra Pradesh | Six people dead after a car collides with a tipper lorry on the national highway near Peraman in Sangam mandal of Nellore district
District Transport Commissioner says, " Today, a major accident occurred near Peraman, in which there was a… pic.twitter.com/YLuX1Dk8VW
— ANI (@ANI) September 17, 2025