ছত্তিশগড়ে (Chhattisgarh) বিভিন্ন এলাকায় এখনও অব্যাহত মাওবাদীদের বিরুদ্ধে অভিযান। এবার সুকমার জঙ্গল থেকে আটক মাওবাদী। বৃহস্পতিবার কোন্টা/ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ ও কেন্দ্রের যৌথ বাহিনী। তখনই ৬ জনকে আটক করে তাঁরা। যদিও ওই এলাকায় আরও কয়েকজন মাওবাদী ছিল, তাঁরা বিপদ বুঝে পালিয়ে গিয়েছে। ধৃতদের মধ্যে ২ জনের বিরুদ্ধে অতীতে খুন সহ একাধিক অভিযোগ ছিল। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক বন্দুক ও গোলাবারুদ। মাওবাদীদের গ্রেফতারির পরেও ওই এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।
ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল
জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে ২ জনের মাথার দাম ছিল মোট ৩ লক্ষ টাকা। এদের বিরুদ্ধে ২০২৩-এ বিধানসভা নির্বাচনের সময় একটি কেন্দ্রে গুলি চালানোর অভিযোগ এবং ২০২৪-এ একটি গ্রামবাসীকে খুন করার অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। ফলে তাঁদের ধরার জন্য দীর্ঘদিন ধরেই তল্লাশি অভিযান চলছিল। অবশেষে এদিন তাঁদের গ্রেফতার করা হয়েছে। যদিও ধৃতদের এখনও নাম, পরিচয় প্রকাশ্যে আনেনি ছত্তিশগড় পুলিশ।
মাওবাদী নিকেশ অভিযান
প্রসঙ্গত, বিগত কয়েকবছর ধরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের জঙ্গল এলাকাগুলিতে অব্যাহত মাওবাদী নিকেশ অভিযান। চলতি বছরের শুরুতে এই অভিযাননে একাধিক বড়সড় সাফল্য এসেছে। মাওবাদী অধ্যুষিত এলাকাগুলি ধীরে ধীরে দখল করা হচ্ছে।