সরকারি ব্যাঙ্কের মধ্যে ঢুকে পুরুষ গ্রাহকের মন ভুলিয়ে লক্ষাধিক টাকা চুরি করে পালিয়েছিল একদল মহিলা। সম্প্রতি ঘটনাটি ঘটেছিল কর্ণাটকের টুমকুরের (Tumkur) মধুগিরি শহরে। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে ৬ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন শহরে গিয়ে এই চক্র পুরুষদের ভুলিয়ে টাকা লুট করে পালাত। এতদিন এই চক্রের খোঁজে বিভিন্ন রাজ্যের পুলিশ তল্লাশি অভিযান করছিল। অবশেষে কর্ণাটক পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত।
সিসিটিভি ক্যামেরায় সনাক্ত হয় অভিযুক্তরা
জানা যাচ্ছে, দিনকয়েক আগে মধুগিরি শহর নিবাসী এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করে স্থানীয় এসবিআই ব্যাঙ্কের শাখায় লক্ষাধিক টাকা ডিপোজিট করতে এসেছিলেন সে। সেই সময় গেটের সামনে বেশ কয়েকজন মহিলা তাঁর থেকে ঠিকানা জানতে চেয়ে এগিয়ে আসে। আর সেই সুযোগেই তাঁর ব্যাগ কেটে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় তাঁরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযুক্তদের সনাক্ত করে।
গ্রেফতার অভিযুক্তরা
তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্তরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা। তাঁরা বিভিন্ন শহরে গিয়ে ডাকাতি করে। তল্লাশি অভিযানে ধৃতদের রাজগড় থেকে গ্রেফতার করা হয়। তাঁদের থেকে ১ লক্ষ টাকা উদ্ধার হলেও বাকি টাকা তাঁরা খরচ করে ফেলেছে বলে জানা গিয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।