সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ উৎসবের আবহে ত্রিপুরায়(Tripura) ছড়াল উদ্বেগ সংশোধনাগারে জেল কর্মীদের মারধর করে পালিয়ে গেল ছয়'জন দুষ্কৃতী অভিযুক্তদের মধ্যে একজন বাংলাদেশি বলে খবর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক জেলকর্মী

জানা গিয়েছে, বুধবার জেল কর্মীদের মারধর করে মূল ফটক ভেঙে পালাউ আসামিরা পলাতক আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রোজান আলি, আব্দুল পাতা সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত রহীম আলি লাতকদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাকি পাঁচজনের এখনও বিচার চলছে প্রত্যেকের মধ্যেই মামলা রুজু করা হয়েছে

জেলের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, গামছা জাতীয় কাপড় দিয়ে কারাগারের গেটে বসে থাকা কারারক্ষীর গলায় ফাঁস দিয়ে তাঁকে মারধর করতে শুরু করে আসামিরা এরপর তাঁর হাত থেকে চাবি নিয়ে গেট খুলে পালায় তারা আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন কারারক্ষী এই ঘটনার তদন্তে নেমে বুধ বিকেলেই আব্দুল পাতা নামে এক আসামিকে ধরে ফেলে পুলিশ সে অসমের নিলাম বাজারের বাসিন্দা বলে খবর এখনও পাঁচ জেলবন্দির খোঁজ চলছে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়িয়েছে গোটা ত্রিপুরায়

নবমীর রাতে জেল থেকে পালাল ৬ কুখ্যাত আসামি