
তেলেঙ্গানা (Telangana)-মহারাষ্ট্রে সীমান্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠানে পরিবারের সঙ্গে এসেছিল ৬ কিশোর। কিন্তু উৎসবের মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তুতো ভাইবোনদের সাথে ইন্দ্রাবতী নদীতে স্নান করতে গিয়ে ঘটে গেল ভয়ানক ঘটনা। জলে ডুবে মৃত্যু হল ৬ কিশোরের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গড়চিরোলি জেলার মেদীগদ্দা বাঁধ এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে জলডুবুরি নামিয়ে উদ্ধারকাজ শুরু হয়। অবশেষে রবিবার দুপুরে দেহগুলি উদ্ধার করা হয়েছে। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে ঘটনার পর শোকস্তব্ধ গোটা পরিবার।
নদীতে স্নান করতে নেমে বিপত্তি
জানা যাচ্ছে, তেলেঙ্গানার বাসিন্দা ওই অধিকাংশ কিশোরদের বয়স ১১ থেকে ১৭ বছরের মধ্যে। শুধুমাত্র ১ জনের বয়স ছিল ১৯ বছর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ৬ জন মিলে ইন্দ্রাবতীতে স্নান করতে নেমেছিল। কিন্তু কোনও কারণে বাঁধের জলস্তর বেড়ে যায়। যার ফলে ঘটে বিপত্তি। ঘটনার পর নিখোঁজ কিশোর ও যুবকদের দেহ উদ্ধারকাজ শুরু করে পুলিশ। তবে দীর্ঘক্ষণ তাঁদের খোঁজ পাওয়া যায় না।
তদন্তে নেমেছে পুলিশ
অবশেষে রবিবার মহারাষ্ট্রে গড়চিরোলে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদী থেকে উদ্ধার হয় তাঁদের নিথর দেহ। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটসল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ