''শান্ত' কাশ্মীর (ছবিঃX)

নয়াদিল্লিঃ সোমবার জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা (Samba)এলাকায় ফের সন্দেহভাজন ড্রোন (Drone)দেখা গেলেও রাতভর নতুন করে কোনও উত্তেজনার খবর মেলেনি। শান্তির রাত কাটিয়েছে জম্মু কাশ্মীর। মঙ্গল সকাল থেকেও উপত্যকাজুড়ে শান্তি বিরাজমান। কোথাও কোনও বিস্ফোরণের শব্দ। কান পাতলেই শোনা যাচ্ছে না শেলিং-এর আওয়াজ। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে কাশ্মীর। ভারতীয় সেনার অতন্দ্র প্রহরায় নির্বিঘ্নে রাত কাটাচ্ছে কাশ্মীর। উল্লেখ্য, বিগত কয়েকদিনে সীমান্তবর্তী যে সমস্ত এলাকাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাক সেনা তার মধ্য অন্যতম সাম্বা।

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর

শনিবার রাত ১১ টার পর থেকে ওপার থেকে আর নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোড়া হয়নি কোনও গুলি। সোমবার রাত ৮ টায় খোলা ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর ভাষণের মাধ্যমে পাকিস্তানকে সাফ জঙ্গিবাদের সঙ্গ ছাড়ার কথা বলেন মোদী। আগামীতে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হলে পাক অধিকৃত কাশ্মীর ও জঙ্গিবাদ নিয়ে কথা হবে বলেও জানিয়ে দেন তিনি। শুধু তাই নয়, ফের নতুন করে ওপার থেকে উস্কানি এলে ভারত পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

বন্ধ শেলিং, নেই কান ফাটা বিস্ফোরণের শব্দ, সেনার ভরসাতে শান্তির রাত কাটাল কাশ্মীর