দিল্লি, ২০ এপ্রিল: চিন (China), ফ্রান্স, ইতালির সঙ্গে এবার কি ভারতেও নতুন করে থাবা বসাতে শুরু করেছে করোনা? এমন প্রশ্ন উঠতে শুরু করলে, দিল্লির অবস্থা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে বিশেষজ্ঞদের। দিল্লিতে (Delhi) যখন একটু একটু করে কোভিডের প্রকোপ বাড়ছে, সেই সময় রাজধানী শহরের পরিস্থিতি নিয়ে স্বস্তির কথা শোনাল সেখানেকার প্রশাসন। দিল্লির অবস্থা আপাতত নিয়ন্ত্রণে। করোনা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংক্রমণ যাতে আর বাড়তে না পারে, তার জন্য চিকিৎসক এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত কথা বলছেন মুখ্যমন্ত্রী। দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (ডিডিএমএ) তরফে এমনই জানানো হয়েছে।
করোনা (Corona) বাড়লে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য সমস্ত ধরণের ব্যবস্থা করছে দিল্লি প্রশাসন। ডিডিএমএর (DDMA) তরফে জানানো হয়, করোনাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত বেড, অক্সিজেন, ওষুধ-সহ সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: Sri Lanka: শ্রীলঙ্কায় চরম সঙ্কটের মাঝে পুলিশের গুলিতে হত্যা, চিন্তায় বিশ্বের তাবড় দেশগুলি
সবকিছু মিলিয়ে, দিল্লিতে করোনা (COVID 19) সংক্রমণ বাড়লেও, তা দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রশাসনের তরফে করা হচ্ছে বলে জানানো হয়।