বুকে সংক্রমণ নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন গত ১৯ অগস্ট। তারপর থেকে হাসপাতালই ছিল তাঁর ঠিকানা।২৫ দিনের যুদ্ধ শেষে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।বুধবার রাতে এইমস-এর চিকিৎসকরা জানিয়েছিলেন, সিপিআইএমের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। কিন্তু বৃহস্পতিবার দুপুরেই চিরকালের মত স্তব্ধ হয়ে গেল হৃদস্পন্দন। ২০১৫ সালে সিপিএমের সাধারণ সম্পাদক হিসাবে প্রকাশ কারাতের স্থলাভিষিক্ত হন সীতারাম ইয়েচুরি।
CPI(M) General Secretary Sitaram Yechury passes away.
He was undergoing treatment for Pneumonia at AIIMS, New Delhi.
(file pic) pic.twitter.com/2feop1CKhw
— ANI (@ANI) September 12, 2024
মঙ্গলবারই সিপিএমের তরফে এক্স হ্যান্ডলে সীতারামের শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ইনটেনসিভ কেয়ার ইউনিটে(আইসিইউ) রয়েছেন সীতারাম। তাঁর অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল। তবে তারপর সীতারামের শারীরিক অবস্থা নিয়ে সিপিএমের তরফে আপডেট দেওয়া হয়নি। আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।