সীতারাম ইয়েচুরি (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি করানো হল সিপিএমের(CPIM)সাধারণ সম্পাদক সীতাম ইয়েচুরিকে(Sitaram Yechury)। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির (Delhi) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (All India Institute of Medical Sciences)-এর জরুরি বিভাগে ভর্তি হন বর্ষীয়ান এই সিপিএম নেতা। পরে তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। তবে হাসপাতাল সূত্রে খবর, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। সিপিএম সূত্রে খবর নিউমোনিয়ায় ভুগছেন তিনি। বর্তমানে এমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন ইয়েচুরি। কিছুদিন আগেই চোখের ছানি অপারেশন হয়েছিল সিপিএমের সাধারণ সম্পাদকের। যার কারণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিমযাত্রায় যোগ দিতে পারেননি তিনি। আগামী ২২ আগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণসভায় যোগ দেওয়ার কথা ছিল ইয়েচুরির। তবে এবার তাতেও সংশয় দেখা দিল। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আর জি কর কাণ্ড নিয়ে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই ঘটনার প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।