অবশেষে গ্রেফতার হয়েছে সেক্স টেপকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না। গত ৩০ মে মিউনিখ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এদেশে পা রাখতেই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এবার এই ঘটনায় প্রজ্জ্বলের মা ভবানী রেভান্নাকে (Bhavani Revanna) তলব করল স্পেশাল ইনভেস্টিকেশন টিমের আধিকারিকরা। জানা যাচ্ছে, এর আগে ভবানীকে এসআইটি ১ জুন হোলেনরসিপুরের বাড়িতে উপস্থিত থাকতে বলেছিল। অবশেষে প্রজ্জ্বলের গ্রেফতারির পর তাঁকে তড়িঘড়ি তলব করল পুলিশ।
প্রজ্জ্বলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৬৪(এ), ৩৬৫, ১০৯, ১২০(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে জেরা করা শুরু করেছে অফিসাররা। সূত্রের খবর, মা ও ছেলেকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করাতে পারে পুলিশ। যদিও এত ভূড়ি ভূড়ি ধর্ষণ, নারী নির্যাতনের অভিযোগ ওঠার পরেও তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলে দাবি করছেন। যদিও এই ঘটনা সামনে আসার পরে জেডিএস তাঁকে সাসপেন্ড করলেও দেবেগৌড়াদের থেকে দুরত্ব তৈরি করেছে বিজেপি নেতৃত্ব। শোনা যাচ্ছে, ভোটের পর জনতা দল (সেকুলার)-এর সঙ্গে জোট ভাঙতে পারে গেরুয়া শিবির।
Karnataka: SIT issues notice to Bhavani Revanna, mother of suspended JD(S) leader Prajwal Revanna, for questioning in a case registered under IPC sections 64(A), 365, 109, 120(B). SIT has asked her to be present at her house in Holenarasipur on June 1.
— ANI (@ANI) May 31, 2024
প্রসঙ্গত, ভোটের আবহে হঠাৎই কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে বাড়ির পরিচারিকা সহ একাধিক মহিলার সঙ্গে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। আর তারপরেই জার্মানিতে পালিয়ে যায় এইচডি দেবেগৌড়ার নাতি। অন্যদিকে প্রজ্জ্বলের বাবা এইচডি রেভান্নাকে। তাঁর বিরুদ্ধে এক মহিলাকে অপহরণের অভিযোগ ছিল। যদিও এই কীর্তিকলাপ সামনে আসার পরেই হিমঘরে চলে গিয়েছে দেবেগৌড়া পরিবার।