নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ঘোষনা করেছে। এ জন্য ২০২৬ এর পয়লা জুলাইকে কোয়ালিফাইং ডেট হিসেবে ধরা হয়েছে। অসমের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা এক চিঠিতে কমিশন জানিয়েছে, সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী মাসের ২৭ তারিখ। ওই দিন থেকেই ২০২৬ এর ২২ শে জানুয়ারী পর্যন্ত বিভিন্ন দাবী ও অভিযোগ জানানো যাবে। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৬ এর ১০ ই ফেব্রুয়ারী। কমিশন জানিয়েছে, কোনোযোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন বা কোনো অযোগ্য যোটার যাতে তালিকায় অন্তর্ভুক্ত না থাকেন তা নিশ্চিত করবেন প্রতিটি বিধানসভার নির্বাচক নিবন্ধীকরণ আধিকারিক।
আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান এবং অফিসে চলছে ইডির অভিযান
#BreakingNews | ECI orders 'Special Revision' of electoral rolls in Assam
According to instructions issued by the poll authority for the chief electoral officer of Assam, January 1, 2026, will be the qualifying date for the state to carry out the Special Revision. pic.twitter.com/PFyjabXtkq
— DD News (@DDNewslive) November 17, 2025