নতুন দিল্লি, ২২ মে: দেশে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ যাচ্ছেই না। গতকাল, শনিবার দেশজুড়ে করোনা সংক্রমণের (Corona Virus) যে হিসেব এল তাতেও উদ্বেগ থেকেই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২৬ জন। যেখানে শুক্রবার সেই সংখ্যাটা ছিল ২ হাজার ৩২৩ জন। তার মানে দৈনিক আক্রান্তের সংখ্যা দেশে কিছুটা কমেছে। তবে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজারের একেবারে কাছেই আছে।
দেখুন টুইট
Single day rise of 2,226 new COVID-19 infections, 65 fatalities push India's tally of cases to 4,31,36,371, death toll to 5,24,413:Govt
— Press Trust of India (@PTI_News) May 22, 2022
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৫৫ জন। করোনার কারণে গত একদিনে ৬৫ জন মারা গিয়েছেন। কোভিডে দৈনিক মৃত্যুর হিসেবে দেখলে এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। শুক্রবার করোনার কারণে ২৫জন মারা গিয়েছিলেন, যেখানে শনিবার মারা গেলেন ৬৫ জন। আরও পড়ুন: উত্তর কোরিয়া জুড়ে করোনার ভয়াবহতা, আমেরিকা টিকা দিতে চাইলেও চুপ কিম জং-উন
দেখুন টুইট
Active COVID-19 cases in country dip to 14,955: Union Health Ministry
— Press Trust of India (@PTI_News) May 22, 2022
তবে করোনায় সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৭৫% গিয়ে দাঁড়াল। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা, সরকারী হিসেব অনুযায়ী দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৪১৩ জন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র টিকাকরণ দেশে বেশ ভাল গতিতেই এগোচ্ছে। এখন পর্যন্ত দেশে ১৯২কোটি ২৮ লক্ষ ৬৬ হাজারেরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।