সিঙ্গাপুর: শুক্রবার অসমের (Assam) কুখ্যাত জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসমের (United libaration Front Of Assam) সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister) শান্তি চুক্তি (Peace Accord) সই হয়েছে। এর জন্য অত্যন্ত খুশি হয়ে হয়েছে সিঙ্গাপুর (Singapore)। যার কথা প্রকাশ্যে জানিয়েছেনও তারা। সেই সঙ্গে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কারণে সিঙ্গাপুর থেকে বিদেশী বিনিয়োগ (Foreign investments) ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে (North-East India) বাড়বে বলেও উল্লেখ করেছেন তারা। আরও পড়ুন: Ayodhya: 'ভগবানের পা পড়েছে বাড়িতে', মোদীকে চা খাইয়ে আপ্লূত ১০ কোটিতম উজ্জ্বলা উপভোক্তা মীরা
শনিবার সন্ধ্যায় ভারতে থাকা সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন ওঙ্গ দূতাবাসের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স (টুইটার) নিজের অনুভূতির কথা শেয়ার করে উলফা, ভারত সরকার ও অসম সরকারের ত্রিপাক্ষিক শান্তি চুক্তিকে আন্তরিক ভাবে স্বাগত জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "উলফা, ভারত সরকার ও অসম সরকারের মধ্যে ঐতিহাসিক ত্রিপাক্ষিক শান্তি চুক্তি সাক্ষরিত হতে দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। এই শান্তির ফেরানোর উদ্যোগ ওই অঞ্চলে সিঙ্গাপুর-সহ বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের উত্তর-পূর্বে বিনিয়োগে প্রচুর উৎসাহিত করবে।" আরও পড়ুন: Watch: বারাণসীর রাস্তায় দাঁড়িয়ে কবজি ডুবিয়ে কচুরি-জিলিপি খেলেন জাপানের রাষ্ট্রদূত,
We are happy to see the historic tripartite peace pact signed amongst ULFA, GOI and the Govt of Assam. This will anchor peace in the region and give a big boost to foreign investors like Singapore to move into the Northeast. - HC Wong @PMOIndia @CMOfficeAssam @HMOIndia https://t.co/u0QuyPRXvH
— Singapore in India (@SGinIndia) December 30, 2023