Representational Image (Photo Credits: Pixabay)

স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন শিক্ষকরা। কিন্তু ফেরার পথে নিখোঁজ হয় ৩ জন ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। পুলিশে অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত। অবশেষে অভিযোগ দায়েরের ১২ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে  হিমাচল প্রদেশের (Himachal Pradesh)  সিমলা জেলা পুলিশ। গত শনিবার ঘটনাটি ঘটে সিমলায়। বিশপ কটন স্কুলের ৩ ছাত্র সিমলা থেকেই নিখোঁজ হয়েছে। শনিবার রাতেই থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

মুক্তিপণ চাওয়ার আগেই গ্রেফতার অভিযুক্ত

অবশেষে রবিবার সকালের মধ্যে কোটখাইয়ের কোকুনালা গ্রামে একটি বাড়ি থেকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয় তিন নাবালককে। তাঁদে উদ্ধার করেই ভর্তি করা হয় হাসপাতালে। যদিও চিকিৎসক সূত্রে খবর সকলেই সুস্থ রয়েছেন। এই ঘটনায় বছর ৪৫-এর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁর থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি বলেই খবর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি শিশুদের পরিবারকে ফোন করে মুক্তিপণ চাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু তার আগেই তাঁকে আটক করা হয়েছে।

সিসিটিভির সূত্র ধরেই গ্রেফতার অভিযুক্ত

এক পুলিশকর্তা জানিয়েছেন, শিশুদের একটি গাড়িতে তোলা হয়েছিল। সেই গাড়ির ছবি সিসিটিভি ফুটেজে পাওয়া যায়। সেই সূত্র ধরেই কোকুনালা গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের খবর পেতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পড়ুয়া্দের অভিভাবকরা। তবে সন্তানদের পেয়ে তাঁরাও আপাতত খুশি।