Sikkim Visuals (Photo Credit: X/Screengrab)

গ্যাংটক, ২ জুন: সিকিমে (Sikkim Rain) শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি (Sikkim Landslide)। এক নাগাড়ে বৃষ্টিতে ভাসতে শুরু করেছে উত্তর সিকিম (North Sikkim)। এক নাগাড়ে বৃষ্টির জেরে যখন সিকিমে নদীগুলি (Sikkim River) মুখের হা বড় করে বইতে (Severe Flood) শুরু করেছে, সেই সময় ভয়াবহতা নেমেছে সে রাজ্যের মানুষের জীবনে। জানা যাচ্ছে, বর্তমানে শুধু উত্তর সিকিম নয়, পাহাড়ি রাজ্যের প্রায় সব জায়গাতেই শুরু হয়েছে বিপর্যয়। গর্জন করে যেমন নদীগুলি (Sikkim Video) বয়ে যাচ্ছে, তেমনি ভূমিধ্বসও নামতে শুরু করেছে। পাহাড়ি ঝোরাগুলিও ছোট ছোট জলপ্রপাতের রূপ নিতে শুরু করেছে সিকিম জুড়ে।

আরও পড়ুন: Sikkim Rain: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম, ধস নামল সেনাঘাঁটিতে, মৃত ৩ জওয়ান, নিখোঁজ ৬

দেখুন গ্যাংটকের চারপাশের কী পরিস্থিতি...

 

চারপাশে ভেঙে পড়ছে সব রাস্তা, চেষ্টা করেও প্রাণ বাঁচানো যায়নি ৩ জনের। পর্যটকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে জোর কদমে। তবে রাস্তা ভেঙে পড়তে শুরু করায়, পর্যটকের উদ্ধার কাজেও বাধাপ্রাপ্ত হতে হচ্ছে বিভিন্ন দলকে...

 

চিং, চুংথাংয়ের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে...

 

পর্যটকদের সরানোর কাজ শুরু হয়েছে। জোর কদমে গাড়ি জোগাড় করে সরানো হচ্ছে পর্যটকদের...