North Sikkim Landslide (Photo Credits: X)

Sikkim Rain: এক টানা বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তর সিকিম। শুক্রবার রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার তা মেঘভাঙা বৃষ্টির চেহারা নেয়। পর্যটকদের অন্যতম পছন্দের ভ্রমণকেন্দ্র উত্তর সিকিমের (North Sikkim) অবস্থা বিপর্যস্ত। বিপদসীমা ছাড়িয়ে বইছে তিস্তার জল (Teesta River)। বানভাসি অবস্থা। ধস নেমেছে একাধিক জায়গায়। বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। এরই মাঝে উত্তর সিকিমে ভূমিধসের কবলে সেনা ঘাঁটি। রবিবার সন্ধ্যায় ছাতেনে সামরিক শিবিরে আচমকা ধস নামে। এই ঘটনায় তিনজন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নিখোঁজ হয়েছেন কয়েকজন সেনা।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উত্তর সিকিমের ছাতেনে সেনাক্যাম্প ধস নামে। আচমকা ধসের ফলে ঘাঁটি ছেড়ে পালানোর সুযোগ পাননি জওয়ানরা। নিখোঁজ সেনা জওয়ানদের উদ্ধার অভিযান চলছে। তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরুর পর চার সেনাকে আহত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। মিলেছে তিন সেনার দেহ। তবে এখনও নিখোঁজ ৬ জওয়ান।

উত্তর সিকিমে সেনাঘাঁটিতে ধস

মেঘভাঙা বৃষ্টিতে ধসের ফলে উত্তর সিমিকের বহু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যার ফলে আটকে পড়েছেন পর্যটকেরা। শনিবার সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছিল, আটকে পড়া পর্যটকদের সংখ্যা দেড় হাজার। পর্যটকদের নিরাপদে উদ্ধার করতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) এবং সেনা বাহিনী একযোগে  অভিযান চালাচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বারবার বিঘ্নিত হচ্ছে উদ্ধার কাজ।