Sikkim Floods: তিস্তার হড়পা বানে তলিয়ে যায় একের পর এক গাড়ি, উদ্ধার কাজের ভিডিয়ো দেখলে চমকে উঠবেন
Sikkim After Devastation (Photo Credit: Twitter)

বুধবারের পর বৃহস্পতিবারও সিকিম জুড়ে স্পষ্ট ধ্বংসের ছবি। মেঘভাঙা বৃষ্টি এবং তিস্তার হড়পা বানে সিকিমে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মিলছে। সেই সঙ্গে নিখোঁজ ১০০-র বেশি। সিকিম জুড়ে আটকে পড়েছে ৩ হাজার পর্যটক। এসবের মধ্যে জোর কদমে উদ্ধার কাজ শুরু করে আইটিবিপি এবং উদ্ধারকারী দল। পলি সরাতেই একের পর এক গাড়ি বেরিয়ে আসছে। যেখানে ধ্বংসের চিহ্ন স্পষ্ট। তিস্তার হড়পা বানে একের পর এক গাড়ি তলিয়ে যায়। এবার সেখান থেকে উদ্ধার করা হচ্ছে ধ্বংসাবশেষ। দেখুন...