Sidhu Moose Wala (Photo: Twitter)

চণ্ডীগড়, ১০ সেপ্টেম্বর: সিধু মুসে ওয়ালা হত্যা মামলায় (Sidhu Moose Wala Murder Case) জড়িত তিন পলাতক শার্প শুটারকে (Shooter) গ্রেফতার করল পঞ্জাব পুলিশ (Punjab Police) এবং দিল্লি পুলিশের (Delhi Police) বিশেষ সেল। তিনজনকেই পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি (Panitanki) এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব বলেছেন যে কেন্দ্রীয় সংস্থাগুলির সহায়তায় পঞ্জাব এবং দিল্লি পুলিশের বিশেষ সেল যৌথ অভিযানে নামে। যার ফলে দীপক ওরফে মুন্ডি এবং তার সহযোগী কপিল পন্ডিত এবং রাজেন্দর ওরফে জোকারকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, "দীপক, পন্ডিত এবং রাজেন্দরকে আজ পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্ত থেকে অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স দল গ্রেফতার করে। দীপক বোলেরো মডিউলের শুটার ছিল, পন্ডিত এবং রাজিন্দর তাকে গাড়ি, থাকার জায়গা ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল।" সূত্রের খবর, বিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢোকে তিনজন। এরপর নেপালে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিল মুসেওয়ালা খুনে অভিযুক্তদের। আরও পড়ুন: JEE Advanced 2022 Result: রবিবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফল ঘোষণা, কীভাবে জানবেন রেজাল্ট?

চলতি বছরের ২৯ মে পঞ্জাবের মানসা জেলার জাওহার্কে গ্রামে আততায়ীদের গুলিতে নিহত হন গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা। পঞ্জাব পুলিশ তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পরেই এই ঘটনা ঘটে। পুলিশ এই হত্যা মামলায় ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে, যার মধ্যে ৮ জনকে এখনও গ্রেফতার করা যায়নি।