পটনা, ১ সেপ্টেম্বর: আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Elections 2025)। বিহারের ভোটের ফলের ওপর দেশের রাজনীতির অনেক কিছু নির্ভর করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা। সেই অতি গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বিহার রাজনীতিতে লেগেছে দলবদল, ইস্তফার পালা। এদিন নীতীশ কুমারের দীর্ঘদিনের সঙ্গী কেসি ত্যাগী জনতা দল (ইউনাইটেড)-এর মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন।
দলীয় মুখপাত্র হিসেবে ত্যাগী জেডি (ইউ)-র শরীক দল বিজেপিকে অস্বস্তিতে ফেলার মত বেশ কিছু মন্তব্য করেছিলেন। ব্যক্তিগত মন্তব্য দলের নামে চালানোর অভিযোগে ত্যাগীকে পদত্যাগ করতে বাধ্য করেন নীতীশ। এমনটাই সূত্রের খবর।
দেখুন আরজেডি ছেড়ে জেডি (ইউ)-তে যোগ দিয়ে কী বললেন শ্যাম রাজাক
#WATCH | Patna, Bihar: Newly joined JDU leader Shyam Rajak says, "I want to work, and Nitish Kumar is such a leader who focuses on work. He is working for those who are lagging even after 75 years of independence...The relations in RJD are not for the workers. It is only for the… pic.twitter.com/D7zqmATSQq
— ANI (@ANI) September 1, 2024
ইস্তফা জেডি (ইউ) নেতা কেসি ত্যাগির
JDU leader #KCTyagi resigns as party spokesperson, citing personal reasons.
“KC Tyagi has resigned due to personal reasons, so the responsibility I have been given should not be seen as a replacement,” says @RajivRanjanJDU, the newly appointed spokesperson, to… pic.twitter.com/bg7pTyov03
— TIMES NOW (@TimesNow) September 1, 2024
এদিকে, লালুপ্রসাদ যাদবের দলের প্রাক্তন মন্ত্রী শ্যাম রাজাক যোগ দিলেন নীতীশের দলে। আরজেডি ছেড়ে জেডি (ইউ)-তে যোগ দিয়ে শ্যাম রাজাকের দাবি, রাষ্ট্রীয় জনতা দল এখন পুরোটাই পারিবারিক স্বার্থরক্ষার জন্য লড়ছে। সেখানে দলীয় কর্মীদের কোনও জায়গায় নেই। নীতীশ কুমারের প্রশংসা করে শ্যাম রাজা বলেন, তিনি কাজের ব্যাপারে খুব ফোকাস। বিহারের উন্নয়ন ছাড়া আর অন্য কিছু ভাবেন না।
অন্যদিকে, জোর জল্পনা বিহার রাজনীতির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র চিরাগ পাসোয়ানের দল এলজেপি (রামবিলাস)-র তিন সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। যা নিয়ে চিরাগের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়েছে।