বেঙ্গালুরু: সম্প্রতি রাজ্যে ছাতার মতো গজিয়ে ওটা হুক্কাবারগুলি (hookah bars) বন্ধ করার নির্দেশ দিলেন কর্নাটক হাইকোট (Karnataka High court)পাশাপাশি ২১ বছরের নিচে কাউকে সিগারেট (cigarettes) বিক্রিও না করারও নির্দেশ দিল বিক্রেতাদের। আগে এই বয়সসীমা ঠিল ১৮ বছর বয়স পর্যন্ত।
১৯ সেপ্টেম্বর কর্ণাটকের স্বাস্থা ও পরিকল্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডা রাও এবং যুব কল্যাণ, ক্রীড়া ও এসটি ওয়েলফেয়ার বি নাগেন্দার ১৯ তারিখ সাংবাদিক বৈঠক করে এই ঘোষাণা করেছিলেন।
রাও ইতিমধ্যেই টুইটে তাঁর সরকারি এক্স হ্যান্ডেল থেকে হুক্কাবার নিষিদ্ধ করার বিশেষ আইন আনাক কথা ঘোষণা করেছিলেন।
রায়ে হাইকোর্টের বিচারপতিরা ঘোষণা করেছেন, রাজ্যের নাগরিকদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের সরকার আলাদা করে হুকাবার নিষিদ্ধ করত্ চাইছে। এর সাহাষ্যে কারখানা মালিকরা যেমন নিরুসাহিত তেমনি গ্রাহকের ক্রয়ের ক্ষমতা কমবে। এই বিষয়ে আদামী শীতকালে এই সংক্রান্ত আইনে সংশোধনও করা হবে। আরও পুডুন; '
Karnataka to ban hookah bars, raise age for buying cigarettes to 21
report by @whattalawyer https://t.co/oobt2jgsTf
— Bar & Bench (@barandbench) September 20, 2023