Ayodhya's Virtual Deepotsav (Photo Credit: X)

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে কী কী অনুষ্ঠান, আচার-উপাচার পালিত হবে, তার কার্যক্রম প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। আগামিকাল, মঙ্গলবার থেকে অযোধ্যায় রাম মন্দিরে রামলাল্লার প্রাক-প্রাণপ্রতিষ্ঠার নানা ধর্মীয় উপাচার শুরু হচ্ছে। মঙ্গলবার থেকে রবিবার-আগামী পাঁচদিন রামমন্দিরে দ্বাদশ অধিবাস পালন করা হবে। তারপর সোমবার, রাম মন্দিরে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। সব শাস্ত্রীয় অনুষ্ঠানের পর সোমবার দুপুরে অভিজিত মুহরতে রাম মন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠা হবে।

আগামিকাল, মঙ্গলবার রাম মন্দিরে হবে প্রায়শ্চিত্ত ও করমুক্ত পুজো। এরপর বুধবার হবে মুর্তির পরিসর প্রবেশ। তারপর এক এক দিন করে হবে তীর্থ পুজো, জল যাত্রা, কেশরদিবস, শর্করাদিবস, পুষ্পদিবস, মধ্যদিবস। রবিবার, ২১ জানুয়ারি সন্ধ্যায় পালিত হবে শায়িদিবস।

দেখুন ছবিতে

দেখুন ভিডিয়ো

এরপর সোমবার, ২২ জানুয়ারি পূণ্যলগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি রাম লাল্লার প্রাণপ্রতিষ্ঠা হবে বলে ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।