রীতি মেনে মহা শিবরাত্রির পুণ্য তিথিতে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের মন্দির কবে খুলবে তার ঘোষণা করল শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি । শনিবার মহাশিবরাত্রির শুভ সময়ে উখিমঠে পরম্পরাগত পুজো-অর্চনার পর পঞ্চাঙ্গেরগণনার পরই কেদারনাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলার সময় নির্ধারণ করা হয়। গত বছর (২০২৩) ১৪ নভেম্বর বন্ধ হয়েছিল কেদারনাথ মন্দিরের দরজা, এবার সেই দরজা ২০২৪ সালের ১০ মে সকাল ৭টায় খুলবে।
কেদারনাথ মন্দিরের দরজা খোলার আগে পরম্পরা মেনে যে আচার-রীতি পালন করা হয়, সেই চারদিন ব্যাপী রীতি শুরু হয়ে যাবে ৬ মে থেকে। জানা গিয়েছে, ৬ মে শীতকালীন সিংহাসন উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দির থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হবে মহাদেবের পালকি। বাবা কেদারের সেই পায়ে হেঁটে পালকি যাত্রা ৯ মে কেদারনাথে পৌঁছাবে। পালকি উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দির থেকে পৌঁছানোর পরের দিন মন্দিরের দরজা খোলার ধার্মিক অনুষ্ঠান শুরু হবে। আজ সকালে শ্রী ওমকারেশ্বর মন্দির উখিমঠে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানে মন্দির খোলার তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।
The portals of the eleventh Jyotirlinga Shri Kedarnath Dham to open on May 10 at 7 am: Shri Badrinath-Kedarnath Temple Committee
The temple committee said that the Panchmukhi Doli will depart for Shri Kedarnath Dham on May 6 and will reach Kedarnath Dham on May 9 evening after… pic.twitter.com/NnyUVVY4j7
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 8, 2024