Shraddha Walker, Aftab Amin Poonawala (Photo Credit: Twitter)

দিল্লি, ২১ নভেম্বর:  শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) খুন একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।  শ্রদ্ধা ওয়ালকর খুনের পর এবার অভিযুক্ত আফতাব পুনাওয়ালার (Aftab Amin Poonawala)  আরও এক পরিচিতকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। রিপোর্টে প্রকাশ, আফতাব পুনাওয়ালা যে পাঁচতারা হোটেলে চাকরি করত, সেখানকার শেফকে জিজ্ঞাসাবাদ করতে চলছে পুলিশ। যে ৩ পুলিশ অফিসার শ্রদ্ধা খুনের তদন্ত করছেন,তাঁদের মধ্যে একজন আফতাবকে জেরা করছেন। অন্যজন মহারাষ্ট্রের ভাসাইতে একাধিক তথ্য খতিয়ে দেখছেন।

শ্রদ্ধা ওয়ালকর খুনে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। গত ১৮ মে আফতাব খুন করে শ্রদ্ধাকে। গাঁজায় নেশায় বুদ হয়ে শ্রদ্ধার বুকের উপর বসে তাঁকে শ্বাসরোধ করে খুন করে আফতাব। এমন তথ্য উঠে আসার পর তা নিয়ে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন:  Shraddha Walker: 'ভালবাসায় এমন হয়', মার খেয়েও আফতাবের বিরুদ্ধে থানায় যাননি শ্রদ্ধা

২০১৮ সাল থেকে শ্রদ্ধার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই আফতাব তাঁকে মারধর শুরু করে বলে খবর। এমনকী শ্রদ্ধা একাধিকবার সম্পর্ক থেকে বেরনোর চেষ্টা করলেও, আফতাব তাঁকে আত্মহত্যার ভয় দেখিয়ে আটকে দেয় এবং শেষে নারকীয় ঘটনা ঘটায়।