Migrant Worker Brutally Beaten (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৩০ জুলাই: এক পরিযায়ী শ্রমিককে (Migrant Worker) ধরে পেটানো হল। উলটো ঝুলিয়ে নৃশংসভাবে মারধর করা হল তাঁকে। কী কারণে তাঁকে মারধর করা হচ্ছে, তা বোধগম্য হয়নি। অথচ, একটি ফাঁকা ঘরে ওই পরিযায়ী শ্রমিককে উলটো করে ঝুলিয়ে তাঁকে মারধর করা হয়। গুরুগ্রামের এমনইএকটি ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কী কারণে ওই পরিযায়ী শ্রমিককে উলটো  ঝুলিয়ে মারধর করা হল, তা নিয়ে উঠতে শুরু করে জোরদার প্রশ্ন। তবে ওই ফুটেজ সামনে আসতেই পুলিশ পদক্ষেপ করে। পুলিশ (Gurugram Police) স্বতঃপ্রণোদিত মামলায় দায়ের করে ওই ঘটনার বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআরও।

পরিযায়ী শ্রমিককে যেভাবে মারধর করা হয়, সেই ফুটেজ প্রকাশ্যে আসতেই, তা নিয়ে ফের জোরদার সমালোচনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।

সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের নানা অভিযোগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসতে শুরু করেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে বলে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।

দেখুন পরিযায়ী শ্রমিককে কীভাবে পেটানো হল গুরুগ্রামে...

পরিযায়ী শ্রমিক বনগাঁওয়ের নাজমুলকে আটক করা হয় হরিয়ানায়

সম্প্রতি বনগাঁওয়ের এক যুবককে ধরে নিয়ে যায় হরিয়ানা পুলিশ। হরিয়ানা পুলিশ যে যুবককে আটক করে, তার নাম নাজমুল। ওই নাজমুলের বাড়িতে গিয়ে হানা দেয় পুলিশ। সমস্ত নথি, কাগজপত্র দেখানো সত্ত্বেও, নাজমুলকে ধরে নিয়ে যায় পুলিশ। গোটা রাত তাঁকে না খাইয়ে বসিয়ে রাখা হয়। বাবার সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি।

বাধ্য হয়ে নাজমুলের পরিবার বনগাঁও পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর বনগাঁও পুলিশ হিরায়ান পুলিশের সঙ্গে যোগাযোগ করলে, ছাড়া হয় নাজমুলকে।