মীরাট, ১৮ অগাস্ট: রাস্তার উপর প্রকাশ্যে খুঁটিতে বেঁধে পেটানো হল এক জওয়ানকে (Indian Army Jawan )। শুনতে অবাক লাগলেও, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটে (Meerut) এবার এমনই ঘটনার জেরে ছড়াল চাঞ্চল্য। রিপোর্টে প্রকাশ, মীরাটের বসবাসকারী কপিল নামে এক সেনা জওয়ান ছুটির পর কাজে ফেরার জন্য বাড়ি থেকে বেরোন। কাশ্মীরে পোস্টিং, তাই শিগগিরউ বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে রওনা দেন তিনি। অফিসে পৌঁছনোর আগেই ঘটে অঘটন।
কপিল বাড়ি থেকে বেরিয়ে টোল বুথে পৌঁছলে, সেখানে বহু মানুষ ছিলেন। ফলে টোল বুথে লাইনে দাঁড়াতে হয় কপিলকে। দেরি হয়ে যাচ্ছে দেখে কপিল তাঁকে আগে ছেড়ে দেওয়ার কথা বলেন সেনা জওয়ানের পরিচয় দিয়ে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে সেনা জওয়ানকে মারধর করা হয় প্রবলভাবে...
#मेरठ के कपिल कश्मीर में तैनात भारतीय सेना के जवान है
छुट्टी खत्म होने पर ज्वाइनिंग के लिए घर से निकले और टोलप्लाजा पर जाम में फंस गए
टोल पर जल्द निकलने की रिक्वेस्ट की तो उनके साथ गुंडागर्दी हुई. टोलप्लाजा के गुंडों ने उन्हें लात घूंसा, लाठी से तालिबानी अंदाज में पीटा है pic.twitter.com/kINHa9HHDY
— Narendra Pratap (@hindipatrakar) August 17, 2025
সেনা জওয়ানের পরিচয় দিতেই কপিলকে বেশ কয়েকজন জাপটে ধরেন সেখানে। আর তারপরই শুরু হয় মারধর। চোল প্লাজ়ায় খুঁটিতে বেঁধে মারধর করা হয় কপিলকে। গুন্ডাগিরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান সেখানে হাজিরবেশ কয়েকজন। কপিলকে যেমন অপমান করা হয়,তেমনি মারধর করা হয়।
একজন সেনা জওয়ানকে কেন ওইভাবে মারধর করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ওই ভিডিয়ো ভাইরাল হতেই।
ঘটনার পরপরই কপিলকে মারধরের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এরপরই মীরাট পুলিশ উপযুক্ত পদক্ষেপ করে। ভিডিয়ো দেখার পরপরই অভিযুক্তদের যাতে পাকড়াও করা যয়া, সে বিষয়ে জোরদার পদক্ষেপ করা হয় মীরাট পুলিশের তরফে।