বেঙ্গালুরু, ২৭ ডিসেম্বর: মুরগির (Chickens) মুখ থেকে আগুন বের হচ্ছে। মৃত মুরগির পেট থেকে ক্রমাগত যেমন আগুন বের হতে শুরু করে, তেমনি ধোঁয়াও চোখে পড়ে। মৃত মুরগির পেট চাপতেই অনর্গল যেমন আগুন বের হয়, তেমনি ধোঁয়াও উড়তে শুরু করে। শুনতে অবাক লাগলেও কর্ণাটকের (Karnataka) শাকালি শপুর গ্রামে এমনই একটি দৃশ্য চোখে পড়ে। যে ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে। সেই সঙ্গে মানুষের মনে এই ভিডিয়ো নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। মৃত মুগির পেট চাপলে কীভাবে তাদের মুখ থেকে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে, তা নিয়ে আতঙ্ক ছড়ায়। শুধু তাই নয়, কর্ণাটকের ওই গ্রামে একসঙ্গে কীভাবে তগুলি মুরগির মৃত্যু হল, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
মুরগির মুখ থেকে ক্রমাগত আগুন বের হতে দেখা যায়...
Chicken are mysteriously dying, and their dead bodies are emitting fire (in Sakaleeshpur Indian village)
Debate below - Real or CGI?
— DramaAlert (@DramaAlert) December 26, 2024
একটি এক্স হ্যান্ডেলের তরফে ওই ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে মুরগির পেট চাপলেও সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। যে ভিডিয়ো দেখে নানা মত সামনে আসে। কেউ মৃত মুরগিটিকে 'ড্রাগন চিকেন' বলে উল্লেখ করেন। কেউ আবার বিষয়টি অদ্ভুদ বলেও মত প্রকাশ করেন। সবকিছু মিলিয়ে মুরগির মুখ থেকে আগুন এবং ধোঁয়ার ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।