Shocking Video: বাড়িতে নামানোর নাম করে অটোর মধ্যেই স্কুল পড়ুয়ার শ্লীলতাহানি চালকের, দেখুন ভিডিয়ো
Auto, Representational Image (Photo Credit: Pixabay)

নাগপুর, ৯ মে: স্কুল পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। নাগপুর থেকে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। যে ভিডিয়োতে দেখা যায় নাগপুরের এক অটো চালক স্কুল পড়ুয়াকে গাড়িতে তোলে। এরপর লোক চক্ষুর প্রায় আড়ালে গিয়ে গাড়ি দাঁড় করায়। অটো দাঁড় করিয়ে সেখানেই ওই স্কুল পড়ুয়াকে চালক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই পড়ুয়াকে বাড়িতে নামানোর কথা বলে, তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে, ওই কিশোরীর শ্লীলতাহানি করতে দেখা যায় অটো চালককে।

দেখুন ভিডিয়ো...

 

ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, স্থানীয়রা ফুঁসতে শুরু করেন এবং পুলিশকে জানান গোটা বিষয়টি। অভিযোগ পেতেই পুলিশ অটো চালকের খোঁজ করে, তাকে আটক করে। অটো চালক গ্রেফতার হতেই তার শাস্তির দাবিতে সরব হন স্থানীয় মানুষ।

প্রসঙ্গত অটো চালকের গ্রেফতারির পর তার বিরুদ্ধে পকসো আইনে দায়ের করা হয় অভিযোগ।