Gaya District Waterfall (Photo Credit: X/Screengrab)

পাটনা, ৩০ জুন: ঝরনার (Waterfall) অল্প জলে দাঁড়িয়ে, বসে ছবি তুলছিলেন ৬ তরুণী। একে অপরের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। তবে তার মাঝেই হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যায়। ঝরনার জল যেন ফুলে ফেঁপে উঠতে শুরু করে। হঠাৎ বন্যায় যখন হড়পা বান আসতে শুরু করে, সেই সময় ঝরনা 'রাক্ষসের' রূপ নেয়। আর সেই বন্যার জলের স্রোতে ৬ তরুণী ভেসে যেতে শুরু করেন।

বিহারের (Bihar) গয়া (Gaya)  জেলা থেকে এমনই একটি ছবি উঠে আসে। যেখানে গয়ার ওই জলপ্রপাতে বসে থাকাকালীন সেখানে জল বাড়তে শুরু করে এবং ৩ জনের ভেসে যাওয়ার উপক্রম হয়। চিৎকার, চেঁচামেচি, কান্নায় যখন গোটা এলাকা ভরে উঠতে শুরু করে, সেই সময় সেখানে হাজির বেশ কয়েকজন প্রাণপন চেষ্টা চালিয়ে ওই তরুণীদের উদ্ধার করেন। তাঁরা যাতে পাড়ে উঠে আসতে পারেন, তার চেষ্টা চালান ওই তরুণরা। শেষ পর্যন্ত কোনও মতে ওই তরুণীদের উদ্ধার করা হয়। গয়ার এক জলপ্রপাত থেকে এমন ছবি উঠে আসতেই সতর্কতামূলক প্রচার শুরু হয়।

আরও পড়ুন: Landslide In Himachal Pradesh: দুর্যোগের মেঘ এখনও কাটেনি। হিমাচলে ফের ভূমিধস, রাজ্যজুড়ে এখন পর্যন্ত মৃত্যু ১৭ জনের

এই বর্ষার মরশুমে যাতে কেউ জলপ্রপাত, ঝরনা বা নদীর কাছে না যান, সে বিষয়ে সতর্ক করা হয়। গয়ার এই ফুটেজ প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Flash Flood Viral Video) হয়ে যায়।

দেখুন ঝরনার জলে বসে থাকা অবস্থায় হঠাৎ সেখানে হড়পা বান চলে আসে। তার জেরেই ভেসে যেতে শুরু করেন ৬ তরুণী....