পানাজি, ১৩ মার্চ: ঘুরতে গিয়ে অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হতে হল একদল পর্যটককে। গোয়ায় (Goa) অঞ্জনা সৈকতের হোটেলের বাইরে পর্যটকদের একটি দলকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। ছুরি, তলোয়ার নিয়ে ওই পর্যটকদের উপর হামলা চালানো হয়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ভিডিয়োতে দেখা যায়, গোয়ার অঞ্জনা সৈকতের বাইরে একদল পর্যটকের উপর হামলা চালানো হয়। তলোয়ার, ছুরি নিয়ে তাঁদের উপর যখন হামলা চালানো হয়, সেই সময় তাঁরা সাহায্যের জন্য চিৎকার করেন। তবে কেউ তাঁদর সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
ভিডিয়োটি ভাইরাল হতেই মুখ খোলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানানো হয় গোয়ার মুখ্যমন্ত্রীর তরফে। যদিও কী কারণে পর্যটকদের ওই দলটির উপর হামলা চালানো হয়, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।
যাঁদের উপর অঞ্জনা সৈকতের বাইরে হামলা চালানো হয়, তাঁদের মধ্যে একজন যতীন শর্মা। যতীন নিজের সোশ্যাল হ্যান্ডেলে গোয়ার ভিডিয়ো শেয়ার করতেই, তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
#Shocking- A tourist family attacked with swords and knives, injured grievously at Anjuna (#Warning- Graphic Video, Viewers Discretion Advised) (1/4) pic.twitter.com/LXCpii3bnc
— In Goa 24x7 (@InGoa24x7) March 12, 2023