দিল্লি, ২৫ সেপ্টেম্বর: নেশা মুক্তি কেন্দ্রে পরিবার পাঠিয়েছিল যাতে ছেলে সুস্থ হয়ে ফিরে যায় বাড়িতে। তবে নেশা মুক্তি কেন্দ্র থেকে ছেলের যে খবর পায় পরিবার, তা শুনে যে কেউ হতবাক হয়ে যাবেন। উত্তরপ্রদেশের হাপুর থেকে এমনই একটি দৃশ্য প্রকাশ্যে এল।
হাপুরের (Hapur) একটি নেশা মুক্তি কেন্দ্রে পাঠানো হয় সচিন নামে এক যুবককে। নেশা মুক্তি কেন্দ্রে যাওয়ারপর থেকে সবকিছু ভালই চলছিল। হঠাৎ করে খবর আসে, সচিনের পেটে ব্যাথা হচ্ছে। কোনও ওষুধে যখন ব্যাথা কমেনি, সেই সময় তাঁর সিটি স্ক্যান রা হয়।
সচিনের পেটে সিটি স্ক্যান করে চিকিৎসকরা যা দেখেন, তাতে তাঁদের চোখ কপালে ওঠে। অস্ত্রোপচার (Operation) করে এরপর সচিনের পেট থেকে বের হয় ছুরি, পেনের মত সব জিনিসপত্র।
দেখুন সচিনের পেট থেকে অস্ত্রোপচারের পর কী কী বের হয়...
नशे के आदी सचिन के पेट से 29 स्टील चम्मच, 19 टूथब्रश, 2 नुकीले पेन सहित कुल 50 वस्तुएं निकली हैं। सचिन नशा मुक्ति केंद्र में भर्ती था। वहां पेट दर्द हुआ। सीटी स्कैन में ये बात पता चली। 5 घंटे ऑपरेशन हुआ। डॉक्टरों का मानना है कि मानसिक बीमारी में कई बार इंसान बिना खाने योग्य चीजों… pic.twitter.com/1ANCYqiYw1
— Sachin Gupta (@SachinGuptaUP) September 25, 2025
জানা যায়, অস্ত্রোপচারের পর সচিনের পেট থেকে বের করা হয় স্টিলের ২৯টি চামচ, ১৯টি ব্রাশ এবং ২টি পেন। চিকিৎসকরা জানান, সচিনের মানসিক সমস্যা রয়েছে। আর সেই সমস্যা থেকে সচিন নিজের খাবার শেষ করতেন, এমন জিনিস দিয়ে যা তাঁর হজম হত না।
অর্থাৎ মানসিক বিকার থেকেই সচিন নামে উত্তরপ্রদেশের হাপুরের ওই ব্যক্তি স্টিলের চামচ, পেন, সব খেতে নিতেন বলেই মনে করছেন চিকিৎসকরা।