Representational Image Credit: Pixabay

বেঙ্গালুরু, ২৮ অগাস্ট: এবার কর্ণাটক (Karnataka) থেকে এল একটি অদ্ভুদ খবর। কর্ণাটকে নবম শ্রেণির (Girl Student) এক পড়ুয়া জন্ম দিল সন্তানের। কর্ণাটকের ইয়াদগির জেলার একটি সরকারি স্কুলে নবম শ্রেণির পড়ুয়াকে সন্তানের জন্ম দিতে দেখা যায়। ২৭ অগাস্ট অর্থাৎ বুধবার ইয়াদগিরের একটি সরকারি স্কুলে নবম শ্রেণির পড়ুয়া সন্তানের জন্ম দেয় বলে জানা যায়। যে খবর প্রকাশ্যে আসার পরই তা নিয়ে শুরু হয় হুলুস্থূল।

কর্ণাটকের শিশু সুরক্ষা কমিশনের তরফে জানানো হয়, ২৭ অগাস্ট আড়াইটে নাগাদ ইয়াদগিরের ওই সরকারি স্কুলের শৌচাগারে সন্তান প্রসব করে ওই ছাত্রী। সঙ্গে সঙ্গে ওই ছাত্রী এবং সদ্যোজাতকে নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত ওই ছাত্রী এবং তার সদ্যোজাত সন্তান রয়েছে বলে জানা যাচ্ছে।

ওই ঘটনার পর পকসো ধারায় অভিযোগ দায়ের করা হয়। সেই সঙ্গে স্বতঃপ্রণোদিত হয়েও একটি মামলা দায়ের করা হয়।

জানা যাচ্ছে, ওই ছাত্রীর বয়স ১৭। স্কুলে যে কাগজপত্র জমা পড়েছে, সেই নথি অনুযায়ী, ওই ছাত্রীর বয়স ১৭। ফলে এই ১৭ বছর বয়সে কীভাবে ওই ছাত্রী সন্তানের জন্ম দিল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।