কুনো: দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে আনা দ্বিতীয় ব্যাচের ১২টি চিতাকে (Cheetah) শনিবার দুপুরে কুনো ন্যাশলান পার্কে (Kuno National Park) ছেড়ে দেওয়া হল।
নতুন অতিথিদের তাদের নয়া ঘরে প্রবেশ করান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh CM Shivraj Singh Chouhan)। তারপরই মহাশিবরাত্রিতে (Mahashivratri) মধ্যপ্রদেশকে (Madhya Pradesh) এই অপূর্ব উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ভূয়সী প্রশংসা করেন তিনি।
#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan releases the second batch of 12 Cheetah brought from South Africa, to their new home Kuno National Park in Madhya Pradesh. pic.twitter.com/uQuWQRcqdh
— ANI (@ANI) February 18, 2023
Indian Air Force's Mi-17 helicopters carrying the second batch of 12 Cheetah lands at the Kuno National Park in Madhya Pradesh. pic.twitter.com/eBzzQpuI11
— ANI (@ANI) February 18, 2023
শনিবার ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারে করে ওই চিতাগুলোকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নিয়ে আসা হয়। চিতাদের ছাড়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাশিবরাত্রিতে মধ্যপ্রদেশকে এই উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বলেন, "পরিবেশ ও বন্যপ্রাণকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টিতা গোটা বিশ্বকে একটি পথ দেখাচ্ছে। চিতা প্রকল্পটি তারই একটি উদাহরণ। চিতাগুলো নিরাপদে নিয়ে আসার জন্য গোটা দলকে অভিনন্দন জানাতে চাই আমি।"
The vision of PM Modi is to protect the environment and wildlife which is showing a path to the world. The Cheetah project is one example. I want to congratulate the entire team for bringing the Cheetahs safely: Madhya Pradesh CM Shivraj Singh Chouhan pic.twitter.com/05KwxlYKuR
— ANI (@ANI) February 18, 2023
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিবরাজ সিং চৌহান আরও বলেন, "মহাশিবরাত্রিতে একটি উপহার পেল মধ্যপ্রদেশ। আমার অন্তর থেকে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই। তাঁর দূরদর্শিতার জন্যই ১২টি চিতা কুনোতে এল। এর ফলে মোট চিতার সংখ্য়া বেড়ে হল ২০টি। আগে যে চিতাগুলো এসেছিল সেগুলো পরিবেশের সঙ্গে নিজেদের ভালোভাবেই মানিয়ে নিয়েছে।"
MP has got a gift on Mahashivratri. I thank PM Modi from the bottom of my heart, it is his vision. 12 Cheetahs will be rehabilitated to Kuno & total number will become 20. The Cheetahs that had come earlier have now adapted to the situation very well: MP CM Shivraj Singh Chouhan pic.twitter.com/actKK1EWNx
— ANI (@ANI) February 18, 2023