Photo Credits: PTI

মুম্বই, ২৫ অক্টোবর: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Elections 2024) হেভিওয়েট প্রার্থীদের মধ্যে লড়াই হতে চলেছে মুম্বইয়ের ওর্লি কেন্দ্রে (Worli Assembly Constituency)। দক্ষিণ মুম্বই লোকভার ওর্লি-তে দুই শিবসেনার মধ্যে দুই তারকা পুত্রর দ্বৈরথ। ওর্লি-তে গতবারের বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)  এবার শিবসেনা (উদ্ধব ঠাকর)-র প্রার্থী হতে চলেছেন। উদ্ধবের ছেলেকে হারাতে মরিয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং বিজেপি। আর তাই সেই অঞ্চলের জনপ্রিয় নেতা তথা রাজ্যভার সাংসদ মিলিন্দ দেওরা (Milind Deora)-কে শিবসেনা (শিন্ডে সেনা)-র প্রার্থী করলেন একনাথ শিন্ডে। মুম্বইয়ের বুকে দুই তারকা পুত্রর এই লড়াই বকলমে শিবসেনার যুযুধান দুই পক্ষ উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্ডের মধ্যেই হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। আগামী ২০ নভেম্বর এক দফায় মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে।

মিলিন্দ দেওরার বাবা মুরলী দেওরা কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পরে কংগ্রেসের টিকিটে লোকসভায় জিতে মুরলীর ছেলে মিলিন্দ দেওরা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন।

ওর্লিতে একনাথ শিন্ডের প্রার্থী মিলিন্দ দেওরা

চলতি বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপি হাত ধরা একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেন মিলিন্দ দেওরা। দলবদলের পুরস্কার হিসেবে রাজ্যসভায় তাঁকে সাংসদ করেন একনাথ শিন্ডে। এবার সেই মিলিন্দকেই আদিত্যকে হারানোর দায়িত্ব দিলেন একনাথ শিন্ডে। গতবার বিজেপির সমর্থনে অবিভক্ত শিবসেনার হয়ে লড়ে ৭০ শতাংশ ভোট পেয়ে এনসিপি-র প্রার্থীকে হারিয়েছিলেন আদিত্য ঠাকরে।